ন্যুয়েন্স অধিগ্রহণ সম্পন্ন করলো মাইক্রোসফট

৫ মার্চ, ২০২২ ০৩:০২  
স্পিস-টেক কোম্পানি ন্যুয়েন্স কমিউনিকেশন্সকে অধিগ্রহণের কাজ শেষ করেছে মাইক্রোসফট। ১৯ দশমিক সাত বিলিয়ন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। খবর এনগ্যাজেট। গত এপ্রিলে ন্যুয়েন্স অধিগ্রহণের ঘোষণা দেয়া মাইক্রোসফট। যুক্তরাজ্যের কম্পিটিশন অ্যান্ড মার্কেট অথরিটি চুক্তিতে সম্মতি দেয়ার মাধ্যমে চলতি সপ্তাহে সফটওয়্যার জায়ান্টটি চূড়ান্তভাবে নিয়ন্ত্রক জটিলতা দূর করেছে। গত বছর ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এই অধিগ্রহণে সিলমোহর দিয়েছে। মার্ক বেঞ্জামিন ন্যুয়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তাকে মাইক্রোসফটের ক্লাউড ও এআই নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্কট গুথরির কাছে জবাবদিহি করবেন। মাইক্রোসফটের আরেকটি অধিগ্রহণ চুক্তি চলমান রয়েছে। ৬৮ দশমিক সাত বিলিয়ন ডলারে অ্যাকটিভিশন ব্লিজার্ডকে অধিগ্রহণ করছে সফটওয়্যার জায়ান্টটি। ডিবিটেক/বিএমটি